• ঢাকা
  • বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভূক্তির  আবেদন: খোদেজা বিবি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৬ পিএম;
৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভূক্তির  আবেদন: খোদেজা বিবি
৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভূক্তির  আবেদন: খোদেজা বিবি

মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে একটি চোখ নষ্ট হয়ে যাওয়া খোদেজা বিবি (৭৪) এর নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত হয়নি। তাই মুক্তিযুদ্ধের ৫২ বছর পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম তুলার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট খোদেজা বিবি আবেদন জানিয়েছেন।.

মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মিয়া বাড়ির মোঃ এনু মিয়ার স্ত্রী মোছাঃ খোদেজা বিবি গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক এর নিকট দেয়া আবেদনে উল্লেখ করেন, ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের সময় তার বাড়ির চতুর্দিকে মুক্তিযোদ্ধাদের একটি ডিফেন্স ছিল। তিনি মুক্তিযোদ্ধাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশন করেছেন। রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে পাক হানাদার বাহিনী তার বাড়িকে নিশানা তৈরী করে। এবং তার বাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে চৌধুরী পাড়ার মুক্তিযোদ্ধা জারু মিয়া ঘটনাস্থলেই শহীদ হন। আহত হন কয়েকজন। একটি গুলিবিদ্ধ হয় খোদেজা বিবির বাম চোখে। পরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় আগরতলা জিবি হাসপাতাালে ১০নং নিয়ে যাওয়া হয়। দেশ স্বাধিনের পর চিকিৎসা শেষে খোদেজা বিবি দেশে ফিরে আসেন।.

আবেদনে খোদেজা বিবি উল্লেখ করেন, তার বাম চোখটি চিরতরে নষ্ট হয়ে গেছে, ডান চোখ দিয়েও সর্বদা পানি পড়ে। অবস্থায় তিনি মানবেতর জীবন যাপন করছেন। দেশের জন্য চোখ হারিয়ে অতি কষ্টেই দিন কাটাচ্ছেন খোদেজা বিবি। অবস্থায় স্বীকৃতি প্রদানের জন্য তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন।. .

ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ||

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ